Child Care, Health Tips

শিশুর পরিচ্ছন্নতা নিয়ে আপোষ নয়

বাচ্চাদের পরিচর্যায় আমরা কতো কিছুই না করি। তার পরিচ্ছন্নতায় আমরা কতোটুকু গুরুত্ব দিচ্ছি? সেটা কি আমরা ভেবে দেখেছি?

১) বাচ্চার সংস্পর্শে আসার আগে অবশ্যই হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে।

২) দুধ খাওয়ার কারণে বাচ্চাদের জিভে সাদা আস্তরণ পড়ে সেটা সপ্তাহে অন্তত একবার পরিষ্কার কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে মাড়ি সহ মুছে দিতে হবে (৩মাস পর্যন্ত)।

৩) বাচ্চাদের নখ যেহেতু খুব দ্রত বড় হয় তাই বাবু ঘুমিয়ে গেলে নখগুলো কেটে দিন।

৪) প্রতিদিন ঘুম থেকে উঠার পর নরম কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে চিপে নিয়ে শিশুর চোখ পরিষ্কার করবেন।

৫) শিশুদের কানে কখনোই কটনবাড ব্যবহার করবেন না। সুতি কাপড় পানিতে ভিজিয়ে কানের ভেতর বাহির মুছে দিবেন।

৬) নাক পরিষ্কার করার জন্য গরম পানি করে তার কাছে বাবুকে নিয়ে কিছুক্ষণ বসে থাকবেন। গরম পানির ভাপে তার নাকের ময়লা নরম হবে তখন সুতি কাপড় দিয়ে পরিষ্কার করুন।

৭) ডায়াপার ভিজে গেলে বদলে ফেলুন। ডায়াপার চেঞ্জ করার পর ত্বক পরিষ্কার করুন।¬

৮) ভালো মানের বেবি ওয়াইপস ব্যবহার করুন।

৯) শিশুর কাপড় চোপড় আলাদাভাবে মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিবেন। সম্ভব হলে শিশুর নতুন পোশাক ব্যবহারের আগে ধুয়ে নিন।

১০) নবজাতককে প্রতিদিন গোসল না করিয়ে এক দিন পর পর গোসল করান।